Skip to content

sanam2405/rp

Repository files navigation

জানি বেঁকে গেছে নদী, তবুও তো নিরবধি,
মিছিলে-মিছিলে আমি খুঁজেছি তোমায়।

Take Me Home

Slime Mold Evolution Simulation

The algorithm used for the simulation of mold behavior is inspired by the research paper titled "Characteristics of Pattern Formation and Evolution in Approximations of Physarum Transport Networks", which explores the pattern formation and evolution in Physarum transport networks.

Music Credits

1. পলাতকা প্লাবনের পরী প্রণয়নী
পলাতকা প্লাবনের পরী প্রণয়নী, 
কিসের তালে নেচে উঠেছে ধমনী?
পলাতকা প্লাবনের পরী প্রণয়নী, 
কিসের তালে নেচে উঠেছে ধমনী?
জানি বেঁকে গেছে নদী, তবুও তো নিরবধি, 
মিছিলে-মিছিলে আমি খুঁজেছি তোমায়...

কবিতায়, খালি পায়ে, সব খেলা ফেলে,
ছুটেছি খুব, দেব ডুব, আমি ডানা মেলে,
হায় কবিতায়, খালি পায়ে, সব খেলা ফেলে,
ছুটেছি খুব, দেব ডুব, আমি ডানা মেলে,
সবুজে-সাদাতে-লালে, কি সায়রে কি ডোবালে?
শব্দের ডুবুরিরা চিনেছে তোমায়...

অসহায়, মৃতপ্রায়, আহা কোনোমতে,
তুমি আলোকিত, সজ্জিত, ছায়াপথে,
হায়, অসহায়, মৃতপ্রায়, আহা কোনোমতে,
তুমি আলোকিত, সজ্জিত, ছায়াপথে,
গোপনে-গোপনে যতো শব্দেরা অবিরত,
তোমাকেই ডাকে, তুমি শোনোনা বোধহয়...
  • Lyrics: Orchon Bhattacharya
  • Composition: Wolfgang Amadeus Mozart (Symphony No. 25 in G minor)
  • Vocals: Sudhaborshy Chakraborty and Chandosika
2. শুধু তোমাকেই ভালোবেসে
শুধু তোমাকেই ভালোবেসে
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে
ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে
তোমাকেই ভালোবেসে
তোমাকেই ভালবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে
এই পাঁজরভরা ভালোবাসা দু'হাত ভরে নাও
এই আধো আলো আধো ছায়া দু'চোখ ভরে নাও
এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও
  • Lyrics & Composition: Nilanjan Ghoshal
  • Vocals & Guitar: Sudhaborshy Chakraborty
3. গীতগোবিন্দ
তোমাকে দেখাবো Niagara
তোমাকে শেখাবো Viagra
তোমাকে করবো আদর-আত্তি जत्नम्
ওগো त्वमसि मम जीवनम्
त्वमसि मम भूषणम्
त्वमसि मम भवजलधिरत्नम्

তোমাকে শোনাবো জয় গোঁসাই
তোমার বাবাকে মেসোমশাই
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আজি এ পরানে রবির কর
কেমনে জাগালো dinosaur
হাউমাউ বেগে দেখি पिया मुख चंदा

দারুণ কাটলে ছোট্ট চুল
বোতাম আঁটতে করছো ভুল
সরু সংসারে কেমনে ফুটিলে उदारम्
स्मर गरल खण्डनम्
मम शिरसि मण्डनम्
देहि पद पल्लवम् उदारम्

তোমার জন্যে চিন্তা হয়
তুমি তো Preity Zinta নয়
টুপুর টাপুর Kareena Kapoor চেষ্টা
তবু তুমি আমার CPM,
তুমি আমার ATM,
তুমিই আমার series প্রেমের শেষটা

খাচ্ছি, কিন্তু গিলছি কই
পাখার রাজ্যে চুল শুকোই
টাকের মধ্যে পেরজাপতি ফড়-ফড়িং
সোনা বড্ড বেশি ঝলমলাও
Lift-এ ওঠো একতলায়
Beetles ছাড়া অন্য পোকা খুব boring

তুমি শ্যামলা বঙ্গদেশ, তুমি ইঙ্গো SMS
তুমি অং-বং ভবজলধি নুলিয়া আ...
বধূ চোক্ষে এসো, অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
  • Lyrics: Chandril Bhattacharya
  • Composition: Chandrabindoo (Juju)
4. ধাঁধার থেকেও জটিল তুমি
ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।

স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

গুনগানের হাজার বুলি, শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন, রঙ সবই অস্পষ্ট।
সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা,
আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো?
চিনতে যদি পেরেই থাকো
ঘেন্না কর ঘেন্না কর।

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট।
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট।
স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং
ঘেন্না কর ঘেন্না কর।
  • Lyrics: Joyjit Lahiri

  • Composition: Subrata Ghosh

  • Band: Gorer Math

  • First released as part of Mohiner Ghoraguli Sompadito (Compilation) Albums

  • Rendition:

    • Dotara - Shayan Sinha
    • Vocals & Ukulele - Sayatya
  • NOTE that this is not a song by Mohiner Ghoraguli but released as part of Mohiner Ghoraguli Sompadito Albums

5. প্রস্তাব
গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিলো কত শত কবিতায়,
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিলো তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিলো অদ্ভুত রঙ তুলি
যা জমা থাকে আমার মনে মাঝে।
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়,
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে।

আমার এই স্বপ্ন কি শুধু,
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই?

সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়।
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা,
তোমায় নিয়ে লেখা এই কবিতা।
সেই কবিতার ছন্দটা তুমি,
মিশে থাকা প্রতি অক্ষরে আমি।
জানা নেই কি হতে পারে শেষটা,
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়।

আমার এই স্বপ্ন কি শুধু,
স্বপ্ন হয়ে হাসাবে আমায়,
তেমন সাহস নেই আমার
তোমাকে কিভাবে প্রস্তাব জানাই?
  • Lyrics: Moontasir Rakib
  • Composition: Odd Signature
6. সে যে বসে আছে একা একা
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।

তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

সে যে বসে আছে, সে যে বসে আছে...
  • Lyrics: Shayan Chowdhury Arnob
  • Composition: Shayan Chowdhury Arnob (Chaina Bhabish)
  • Rendition: Arijit Singh
7. ओ सनम
शाम-सवेरे तेरी यादें आती हैं
आ के दिल को मेरे यूँ तड़पाती हैं
ओ सनम, मोहब्बत की क़सम
मिल के बिछड़ना तो दस्तूर हो गया
यादों में तेरी मजबूर हो गया
ओ सनम, इन यादों की कसम
समझे ज़माना के दिल है खिलौना
जाना है अब "क्या है दिल का लगाना"
नज़रों से अब ना हम को गिराना
मर भी गए तो भूल ना जाना
आँखों में बसी हो पर दूर हो कहीं
दिल के करीब हो, ये मुझ को है यकीं
ओ सनम, तेरे प्यार की कसम
  • Lyrics: Syed Aslam Noor
  • Composition & Vocals: Lucky Ali (Sunoh)
  • Writing & Recitation : Manas
8. যারা কাফেতে মোড়েতে বসে আছো
যারা কাফেতে মোড়েতে বসে আছো
আমি তোমাদের ছেড়ে চললাম
তোমরা হতাশ-পেয়ালা ভরে নিলে
আমি রক্ত ঝরিয়ে কাঁদলাম ।
চারমিনারের ধোঁয়াতে
জীবন-পেয়ালা জমাট কুয়াশা
ফ্লুরেসেন্ট আলোর মোড়ে মোড়ে ঘোরে
তৃষিত মুক্তিপিপাসা ।
আজ ভেঙ্গে যাব, কাল জুড়ে যাব
তবু ভাঙ্গতে জুড়তে চলেছি
কালবোশেখিটা তোমাদের দেব
খুঁজে আনতেই চলেছি।
ওগো হতাশ তোমরা কেঁদো না
কোনো সান্ত্বনা আমি দেব না
সূর্য ডোবার সংকেতে দেখ
মুক্তিরঙ্গের নিশানা ।
সাহারা হৃদয় দাঁড়িয়ে যারা
মোড়ে মোড়ে আজও হতাশায়
আমার রক্ত ঝরে ঝরে যাক
তাদের শূন্য পেয়ালায় ।
আজ ভেঙ্গে যাব, কাল জুড়ে যাব
তবু ভাঙ্গতে জুড়তে চলেছি
বিদ্রোহী আমি বিপ্লবে ডাক
তোমাদের দিতে এসেছি ।
  • Lyrics & Composition: Samaresh Bandyopadhyay & Snigdha Bandyopadhyay (Calcutta People's Choir & Ganabishan)
  • Vocals: Shuvro Deb
9. প্রথম সবকিছু
প্রথম স্কুলে যাবার দিন, প্রথমবার ফেল
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল
প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল
মান্না, পিকে, চুনীর ছবি, বিরাট সম্বল

প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাঁপতাল
প্রথম দেখা শহরজোড়া বিরাট হরতাল
প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট
প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান
প্রথম শোনা জনসভায় হেই সামালো ধান
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিনবদল করতে গিয়ে শহীদ হল শেষে

প্রথম দেখা ভিখারিনীর কোলে শহীদ শিশু
প্রথম দেখা আস্তাকুঁড়ে কলকাতার যীশু
প্রথম দেখা দিন-দুপুরে পুলিশ ঘুষ খায়
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায়

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত, সে আসে আমার পিছু পিছু

প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
প্রথম যৌবনের শেষে মাঝ বয়েসে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
লজ্জা ঘৃণা রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দিবো তোমায় আর এই শহরটাকে
  • Lyrics: Kabir Suman
  • Composition & Vocals: Kabir Suman (Gaanola)

Setting up locally

  • Clone the rp repository
    git clone [email protected]:sanam2405/rp.git
    cd rp
  • Install the dependencies
    npm install
  • Build the project
   npm run build
  • Run the project
    npm start

For starting a developmental server

   npm run dev

with ♥️ for love by sanam